ভোলায় অটোরিকশার চালককে কুপিয়ে হত্যা

2 months ago 7

ভোলায় মো. মতলব ফরাজী (৫৫) নামে এক অটোরিকশার চালককে কুপিয়ে হত্যার করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৭ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চর কুমারিয়া এলাকার সড়কে এ ঘটনা ঘটে।

নিহত মতল ফরাজী সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ফরাজী বাড়ির আব্দুল মুনফ ফরাজীর ছেলে।

ভোলায় অটোরিকশার চালককে কুপিয়ে হত্যা

নিহতের ছেলে মো. ওমর ফারুক ও স্থানীয়রা জানান, নিহত মতলব ফরাজী র্দীঘদিন ধরে অটোরিকশা চালিয়ে সংসার পরিচালনা করতেন। সোমবার বিকেলের দিকে তিনি অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। রাত সাড়ে ৮টার দিকে চর কুমারিয়া এলাকার বারেক মিয়ার বাড়ি সংলগ্ন সড়কে তাকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। ওই সময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে আহত অবস্থায় ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

তারা আরও জানান, নিহত মতলব ফরাজীর সঙ্গে কারো কোনো শত্রুতা ছিলে না। তাদের ধারণা ছিনতাইকারীরা অটোরিকশা ছিনতাই করার জন্য তাকে কুপিয়ে হত্যা করে।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাহাদাৎ হাসনাইন পারভেজ জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করছেন। এছাড়াও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

জুয়েল সাহা বিকাশ/এমএন/জিকেএস

Read Entire Article