ভোলায় দেশীয় অস্ত্র-বোমাসহ তিনজনকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার (১৫ নভেম্বর) সকালে সংবাদ সম্মেলনে কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার অপারেশন লে. কমান্ডার রিফাত আহমেদ এ তথ্য জানান।
এসময় তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, ১০টি হাতবোমা ও চারটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আটকরা হলেন, মো. মফিজ মাল (৩৬), মো. মামুল মাল ও মো. শামিম মাল (১৯)। তারা সবাই ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের বাসিন্দা।
লে. কমান্ডার রিফাত আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এসময় অস্ত্র ও বোমাসহ তিনজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতখান থানায় হস্তান্তর করা হয়েছে।
জুয়েল সাহা বিকাশ/আরএইচ/জেআইএম