ভোলায় আওয়ামী লী‌গ-ছাত্রলী‌গের ৬ নেতাকর্মী আটক

1 week ago 16

ভোলায় অপা‌রেশন ডে‌ভিল হা‌ন্টের আওতায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলী‌গের ছয় নেতাকর্মীকে আটক করেছে যৌথবাহিনী। বুধবার (১৯ ফেব্রুয়ারি) ভো‌রের দি‌কে তাদের আটক করা হয়।

আটকরা হলেন প‌শ্চিম ইলিশা ইউনিয়‌ন প‌রিষ‌দের সা‌বেক চেয়ারম‌্যান ও আওয়ামী লী‌গের সহ-সভাপ‌তি মো. জ‌হিরুল ইসলাম, চরসামাইয়া ইউনিয়‌নের আওয়ামী লীগ নেতা মাইনুল হাওলাদার, মো. ফয়েজ হাওলাদার ও মো. ফরিদ।

অপর‌দি‌কে পু‌লি‌শের পৃথক অভি‌যা‌নে ভোলার দৌলতখা‌ন উপ‌জেলার যুবলীগ নেতা মো. হাসনাইন ও লাল‌মোহন ইসলা‌মিয়া কা‌মিল মাদরাসার ছাত্রলী‌গের সভাপ‌তি ফা‌হিম বিশ্বাস‌কে আটক ক‌রে‌ পু‌লিশ।

ভোলা ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ হাসনাইন পারভেজ, দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ও লাল‌মোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম এ তথ‌্য নি‌শ্চিত ক‌রেন।

জু‌য়েল সাহা বিকাশ/জেডএইচ/জিকেএস

Read Entire Article