ভোলায় পুকুরে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৬ এপ্রিল) দুপুরে সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
তারা হলো, উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের মো. কামালের মেয়ে তামান্না আক্তার (১১), একই উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো. মহিউদ্দিনের ছেলে তালজিল (৭)।
তামান্না ও তানজিলের স্বজন মো. হাবিবুর রহমান জানান, তামান্নার বাড়ি ভেলুমিয়া হলেও সে চর সামাইয়ায় নানার বাড়িতে থেকে লেখাপড়া করে। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই-বোন। দুপুরে তারা পুকুরে গোসল করতে যায়। তানজিল পানিতে তলিয়ে গেলেও তাকে বাঁচাতে গিয়ে তামান্না ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাহাদাৎ হাসনাইন পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
জুয়েল সাহা বিকাশ/আরএইচ/জিকেএস