ভোলায় ব‌্যবসায়ী হত্যায় একজনের যাবজ্জীবন

2 days ago 3

ভোলার মনপুরায় ব‌্যবসায়ী হত‌্যা মামলায় মো. আবুল কালাম না‌মে এক আসামীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৭ আগস্ট) দুপু‌রে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদাল‌তের বিচারক শওকত হো‌সেন এ রায় ঘোষণা করেন।

আদালত সূ‌ত্র জানায়, ২০১৯ সালের ৬ অক্টোবর উপ‌জেলার হা‌জিরহাট ইউনিয়‌নের চর ফৈজউদ্দীন গ্রামের বাসিন্দা ও স্থানীয় ফ‌কিরহাট বাজা‌রের ব‌্যবসায়ী মো. আলাউদ্দীনকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। পরদিন নিহতের ভাই জাফর হোসেন বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে সাতজনের বিরুদ্ধে দুটি চার্জশিট দেওয়া হয়। এ ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া আসামি আবু কালাম হত্যায় দায় স্বীকার ক‌রেন।

প‌রে আদালত আসামি মো. আবু কালামকে (৩৯) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয়মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

চরফ্যাশন আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. আলী হিরণ জানান, রা‌য়ের আলাউদ্দি‌নের প‌রিবার ন‌্যায় বিচার পে‌য়ে‌ছেন।

জু‌য়েল সাহা বিকাশ/আরএইচ/জিকেএস

Read Entire Article