ভোলায় বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু

1 day ago 6

ভোলার লালমোহনে বাড়ির পাশের পুকুরে গোসলে গিয়ে রিয়া মনি (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের পূর্ব চরউমদ গ্রামে এ ঘটনা ঘটে। রিয়া ওই গ্রামের জাহের হোসেনের মেয়ে।

স্থানীয়রা জানান, নানার বাড়িতে এসে অন্যান্য শিশুদের সঙ্গে পুকুরে গোসল করতে যায় রিয়া। পরে হঠাৎ পানিতে ডুবে যায় সে। এরপর তাকে অনেক খোঁজা-খুঁজি করে মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

জুয়েল সাহা বিকাশ/আরএইচ/জেআইএম

Read Entire Article