ভোলায় বয়লার বিস্ফারণে যুবক নিহত

2 months ago 38

ভোলার চরফ‌্যাশনে বয়লার বিস্ফারণে মো. আল আমিন মাঝি (৩০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

শুক্রবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নে এ ঘটনা ঘটে।

আল আমিন মাঝি ওই এলাকার মো. আব্দুল জলিল মাঝির ছেলে। এ ঘটনায় মো. ফিরোজ নামে আরও একজন আহত হয়েছেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ভোর থেকে আল আমিনের নেতৃত্বে তার ভাই ফিরোজ মাঝিসহ কয়েকজন ধান সিদ্ধ করার কাজ করছিলেন। ওই সময় হঠাৎ বয়লার বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলে আল আমিনের মৃত্যু হয়। আহত ফিরোজকে উদ্ধার প্রথমে চরফ‌্যাশন ও পরে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চরফ‌্যাশন থানার এসআই মো. ইয়াসিন সাইদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছেন। বিষয়টি তদন্ত চলছে।

জুয়েল সাহা বিকাশ/আরএইচ/জেআইএম

Read Entire Article