ভোলায় মো. হাসান নামে এক যুবককে গণধোলাই দিয়ে চোখ তুলে নিয়েছে বিক্ষুব্ধ জনতা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে পুলিশ।
শুক্রবার (৪ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে বোরহানউদ্দির উপজেলার দেউলা ইউনিয়নের ঝিটকা বাজারে এ ঘটনা ঘটে। আহত হাসান দেউলা ইউনিয়নের বাসিন্দা রতন মাঝির ছেলে।
স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার জের ধরে রাতে হাসান স্থানীয় এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেন। এসময় তাকে বাঁচাতে স্থানীয় কয়েকজন এগিয়ে এলে তাদের ওপরও তিনি চড়াও হয়ে মারধর করেন। এতে ক্ষিপ্ত হয়ে বিক্ষুব্ধ জনতা তাকে আটক করে গণধোলাই দিয়ে চোখ তুলে নেয়। পরে আহত অবস্থায় তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এলাকাবাসীর দাবি, হাসান একজন বখাটে। তিনি এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তার কর্মকাণ্ডে এলাকার লোকজন অতিষ্ঠ।
বোরহানউদ্দিন থানার উপপরিদর্শক (এসআই) অসীম কুমার জানান, খবর পেয়ে ঝিটকা বাজার থেকে আহত অবস্থায় হাসানকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুরো ঘটনা জানতে তদন্ত চলছে।
জুয়েল সাহা বিকাশ/এমকেআর