ভৈরবে ঈদ উপহার পেলো ৬২ এতিম শিক্ষার্থী

3 months ago 11

কিশোরগঞ্জের ভৈরবে ৬২ জন এতিম মাদরাসা শিক্ষার্থীকে ঈদ উপহার দিয়েছে পল্লী জাগরণী সংঘ।

বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে উপজেলার শিবপুর ইউনিয়নের ছনছড়া এতিমখানা মাদরাসায় শিক্ষার্থীদের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়।

জানা যায়, ভৈরব উপজেলার আমেরিকা প্রবাসী মো. জুনাইদ এর সহযোগিতায় ৬২ জন এতিম শিক্ষার্থীদের মাঝে এসব উপহার সামগ্রী দেওয়া হয়েছে।

সংগঠনটির সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আকরাম খান রুবেল ও প্রতিষ্ঠাকালীন সদস্য কামরুল হাসানসহ সংগঠনের সিনিয়র সহ-সভাপতি রাকিব হোসাইন, সহ-সভাপতি মতিউর রহমান, লামিম আরমান, মনিরুজ্জামান মুন্না, সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কামরুল, রিফাত আদনান রনি, সোহেল সরকার, মো. কাউছার, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ । অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।

আরএএইচ/এএমএ

Read Entire Article