ভৈরবে ফুটওয়ার কারখানায় আগুন

2 months ago 33

কিশোরগঞ্জের ভৈরবে চায়না স্টার ফুটওয়ার ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ৮টায় শহরের পাক্কার মাথা এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। পরে প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ভৈরব ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ।

ভৈরব বাজার ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আল আমিন মিয়া জানান, সকাল ৮টায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

ভৈরবে ফুটওয়ার কারখানায় আগুন

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হয়েছে। তবে ফ্যাক্টরিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। টাকায় ক্ষতির পরিমাণ প্রায় ২৫ লাখ টাকার বেশি।

এ বিষয়ে চায়না স্টার ফুটওয়ার মালিক দ্বীন ইসলাম মিয়া জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পাই আমার প্রতিষ্ঠানে আগুন লেগেছে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিস খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

রাজীবুল হাসান/আরএইচ/এমএস

Read Entire Article