ভোগের কর্মী নয়, ত্যাগের কর্মী হতে হবে : আবদুল হালিম

2 months ago 46
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, আমাদের ভোগের কর্মী নয়, অবশ্যই ত্যাগের কর্মী হতে হবে। দেশ গঠনে সবাইকে একত্রে কাজ করতে হবে। দল-মত-ধর্ম নির্বিশেষে আমরা কাজ করব। আমরা সব ধর্মের মানুষকে নিয়ে চলব। কোরআন ও হাদিসের আলোকে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। আমরা সব দলের নেতারা ঐক্যবদ্ধ থাকব। শুধু ফ্যাসিবাদী আ.লীগ বাদ দিয়ে। শনিবার (১৪ ডিসেম্বর) চাঁদপুরের মতলব নিউ হোস্টেল মাঠে অনুষ্ঠিত মতলব দক্ষিণ উপজেলা জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।  এসময় তিনি আরও বলেন, জুলাইয়ের আন্দোলনের মূল কথা হলো, ঐক্যবদ্ধ বাংলাদেশ। নারায়ে তাকবির স্লোগান দিয়ে দেশে বাঁচতে চাই। আর একজন কর্মী হিসেবে সালাত, সাওম, হজ, জাকাত শুদ্ধভাবে পালন করতে হবে। মতলব দক্ষিণ উপজেলা শাখার জামায়াতে ইসলামীর আমির আবদুর রশিদ পাটোয়ারীর সভাপতিত্বে ও মতলব পৌর আমির মু. জসীম উদ্দিন প্রধানীয়ার পরিচালনায় এ কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন চাঁদপুর জেলা আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, চাঁদপুর জেলা সাবেক আমির মাওলানা আবদুর রহিম পাটোয়ারী, চাঁদপুর জেলা নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, কুমিল্লা দক্ষিণ জেলা সহকারী সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা ডা. মো. আবদুল মবিন, চাঁদপুর, চাঁদপুর জেলা জেনারেল সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া প্রমুখ।
Read Entire Article