নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, জনগণের ভোট ছাড়া অন্য কোনো উপায়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার পথ বিএনপির জানা নেই। আমরা টের পাচ্ছি রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে আপনারা একটি নতু দল গঠন করার চিন্তা করছেন। আপনারা দল গঠন করেন আমাদের আপত্তি নেই। তবে যদি আপনারা দল গঠন করতে চান, তাহলে সরকারের ছায়া থেকে বেরিয়ে আসেন। কিংস পার্টি জনগণ মেনে নেবে না।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির উদ্যোগে গোদনাইল ২নং ঢাকেশ্বরী ইব্রাহীম টেক্সটাইল মিলস বালুর মাঠে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদকে গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মামুন মাহমুদ বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হলো একটি সুন্দর, সুষ্ঠু ভোটের আয়োজন করা। যে ভোটের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করবে। তারা তাদের সরকার গঠন করবে। যে সরকার হবে জনগণের সরকার। আমরা জনগণের ওপর আস্থা রাখি। জনগণের ভোটের ওপর নির্ভর করি। জনগণের ভোট ছাড়া অন্য কোনো উপায়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার পথ বিএনপির জানা নেই। হাসিনা সরকার আমলে আমাদের দাবি ছিল, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে সরকার গঠন ও আমাদের নেতা তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনা। হাসিনা সরকারের পতন হলেও আমাদের সে দুটি দাবি এখনো পূরণ হয়নি। তাই ষড়যন্ত্র এখনো হতে পারে। সে ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।
বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণের বিপক্ষে যায় এমন কোনো কাজ করা যাবে না। কারণ অন্যায় করে কেউ পার পাবে না। বিগত দিনে যারা মানুষের বাড়িঘর দখল করেছে, জনগণ তাদের বাড়িঘর গুঁড়িয়ে দিয়েছে। আমরা তাদের কর্মকাণ্ড থেকে শিক্ষা নিতে চাই। আমরা এমন কাজ করতে চাই না, যেন জনগণ আমাদের বাড়িঘর গুঁড়িয়ে দেয়। তাই কোনো লোভ-লালসা দেখিয়ে আমাকে কেউ দুর্বল করতে পারবেন না। আমার সঙ্গে যারা বিএনপির রাজনীতি করতে চান, তাদের লোভ-লালসা ত্যাগ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, আমরা বিগত ১৫ বছরে দেখেছি পরিবারতন্ত্র কায়েম করে একটি গোষ্ঠীকে নিয়ে ফ্যাসিবাদ তৈরি করে হাসিনা সরকার ক্ষমতায় থাকার জন্য মানুষকে খুন ও গুম করেছে। এ ধরনের স্বৈরশাসক দেশের মানুষ আর দেখতে চায় না। কারণ শাসক যদি নিষ্ঠুর হয়, তাহলে সে দেশের জনগণ কিভাবে বাস করবে। শাসকের হতে হবে মায়ার অন্তর। মায়ার শরীর। জনগণ যখন শাসকের কাছে কোনো সমস্য নিয়ে যাবে, তখন সব ভুলে গিয়ে কিভাবে সে সমস্যা সমাধান করবে, সে চেষ্টায় তার ঘুম আসার কথা নয়।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অকিল উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা নজরুল ইসলাম বাবুল, রিয়াজুল ইসলাম রিয়াজ, দেলোয়ার হোসেন খোকন, সামছুদ্দিন শেখ, কামাল হোসেন, মাসুদর রহমান, মোসলেহা কামাল, বাবুল প্রধান, রাকিবুল দেওয়ান, মনির হোসেন, গাজী মনির হোসেন প্রমুখ।