ভোট দিয়ে বের হয়ে ‘গুরুতর’ অভিযোগ তুললেন ছাত্রদলের ভিপি প্রার্থী

11 hours ago 4

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোট দিয়েছেন ছাত্রদল প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী মো. শেখ সাদী হাসান। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টায় মীর মোশাররফ হোসেন হলে লাইনে দাঁড়িয়ে ভোট দেন তিনি।

পরে ভোটকেন্দ্র থেকে বের হয়ে প্রশাসন ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সাংবাদিকদের কাছে শঙ্কা প্রকাশ করেন সাদী হাসান।

নির্দিষ্ট একটি ছাত্র সংগঠনের প্রার্থীকে নানা রকম সুযোগ-সুবিধা দিয়ে যাচ্ছে প্রশাসন এমন অভিযোগ করে তিনি বলেন, ‘অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হয়েছে, যা কাউকে জেতানোর কৌশল হতে পারে।’

সাদী হাসানের দাবি, ভোট গণনার যে মেশিন আনা হয়েছে, তা একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনের মদদপুষ্ট একটা কোম্পানি থেকে আনা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছি। আমরা চাই ভোট ম্যানুয়ালি গণনা করা হোক।

তিনি বলেন, ‘দীর্ঘ ৩৩ বছর পরে জাকসু নির্বাচন হচ্ছে। এই ভোট নিয়ে জেন-জি ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। কিন্তু বুধবার (১০ সেপ্টেম্বর) রাত থেকে ছাত্রশিবির ও নিষিদ্ধ ছাত্রলীগের গুপ্ত প্রার্থীদের সুবিধা দেওয়ার চেষ্টা করছে প্রশাসন। গতকাল থেকে প্রশাসনের আচরণ একপেশে। অভিযোগ জানানোর পরও নির্বাচন কমিশন উদাসীন।’

এ ছাড়া শিবির সভাপতি হলে প্রবেশ করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তিনি।

দেশবিরোধীদের কথা উল্লেখ করে তিনি বলেন, যারা ’৭১ ও ’২৪ এ দেশ ও জাতির সঙ্গে বেইমানি করেছে, তাদের কাউকে শিক্ষার্থীরা মেনে নেবে না। সবকিছুর ঊর্ধ্বে উঠে ছাত্রদলকে জয়যুক্ত করবে শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর প্রগতিশীল বিশ্ববিদ্যালয়, এখানে পরাজিত শক্তি আশ্রয় পাবে না।’ 

Read Entire Article