ভোট স্বচ্ছ করতে ইউএনডিপি থেকে ২১৮৬ কোটি চায় ইসি

3 months ago 14

আসন্ন জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচনের জন্য জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি-ইউএনডিপি’র সহায়তায় ১৮ কোটি ডলারের একটি প্রকল্প নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ২০২৫ থেকে ২০২৭ সাল অর্থাৎ তিন বছর হবে এই প্রকল্পের মেয়াদ। প্রতি ডলার সমান ১২১ টাকা ৪৫ পয়সা ধরে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২ হাজার ১৮৬ কোটি টাকা।

ইউএনডিপি’র মাধ্যমে অর্থ সংস্থানের জন্য ইসির গবেষণা ও প্রকাশনা শাখার সহকারী প্রধান আরিফুল ইসলাম এরই মধ্যে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে চিঠিটি পাঠিয়েছেন। প্রকল্প পরিচালনা কার্যক্রমে সহায়তা দেওয়ার জন্য ইউএনডিপি’কে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে একটি সাইট অফিসও দিয়েছে ইসি।

প্রকল্প প্রস্তাবনা থেকে জানা গেছে, বাংলাদেশ অ্যাডভান্সমেন্ট ফর ক্রেডিবল, ইনক্লুসিভ অ্যান্ড ট্রান্সপারেন্ট ইলেকশন্স (ব্যালট) প্রকল্পটিতে ওই অর্থ পর্যায়ক্রমে খরচ করা হবে।

প্রকল্প সহায়তার অংশ হিসেবে এই অর্থ ব্যয় হবে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপকরণ, তথা- ক্যামেরা, ল্যাপটপ, আইরিশ স্ক্যানার, ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার, সিগনেচার প্যাড, ডকুমেন্ট স্ক্যানার ক্রয়, সার্ভার সুরক্ষাসহ বিভিন্ন খাতে।

এমওএস/এমএইচআর/এমএস

Read Entire Article