ভোট হচ্ছে জনগণের মৌলিক অধিকার : জিলানী

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এম জিলানী বলেছেন, ভোট হচ্ছে জনগণের একটি মৌলিক অধিকার। ভোটকেন্দ্রে গিয়ে এ অধিকার প্রয়োগের জন্য আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি। মঙ্গলবার (৬ জানুয়ারি) কোটালীপাড়ায় গণেশ পাগল আশ্রমে দুদিনব্যাপী মহোৎসব অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন তিনি। এস এম জিলানী বলেন, আপনারা ভোটকেন্দ্রে না গেলে এই ভোট অন্য কেউ ছিনতাই করে নেবে। আর ভোট ছিনতাই করা ব্যক্তি নির্বাচিত হয়ে পবিত্র সংসদে গিয়ে আপনাদের পক্ষে কথা বলতে পারবে না। তাই আপনারা আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে যাকে যোগ্য মনে করবেন তাকে ভোট দেবেন। তিনি আরও বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাম্য, মানবিক, অসাম্প্রদায়িক দুর্নীতিমুক্ত রাষ্ট্র বিনির্মাণের যে ৩১ দফা প্রস্তাবনা প্রণয়ন করেছেন সেটি বাস্তবায়িত হলে আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। এ সময় গণেশ পাগল আশ্রমের সভাপতি মাইকেল হিরোহিত বিশ্বাস, প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বি

ভোট হচ্ছে জনগণের মৌলিক অধিকার : জিলানী
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এম জিলানী বলেছেন, ভোট হচ্ছে জনগণের একটি মৌলিক অধিকার। ভোটকেন্দ্রে গিয়ে এ অধিকার প্রয়োগের জন্য আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি। মঙ্গলবার (৬ জানুয়ারি) কোটালীপাড়ায় গণেশ পাগল আশ্রমে দুদিনব্যাপী মহোৎসব অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন তিনি। এস এম জিলানী বলেন, আপনারা ভোটকেন্দ্রে না গেলে এই ভোট অন্য কেউ ছিনতাই করে নেবে। আর ভোট ছিনতাই করা ব্যক্তি নির্বাচিত হয়ে পবিত্র সংসদে গিয়ে আপনাদের পক্ষে কথা বলতে পারবে না। তাই আপনারা আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে যাকে যোগ্য মনে করবেন তাকে ভোট দেবেন। তিনি আরও বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাম্য, মানবিক, অসাম্প্রদায়িক দুর্নীতিমুক্ত রাষ্ট্র বিনির্মাণের যে ৩১ দফা প্রস্তাবনা প্রণয়ন করেছেন সেটি বাস্তবায়িত হলে আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। এ সময় গণেশ পাগল আশ্রমের সভাপতি মাইকেল হিরোহিত বিশ্বাস, প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুপ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদারসহ দলীয় নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow