ভোটের অধিকার আদায়ে একাত্তরের পুনরাবৃত্তি হোক চাই না: আলাল

3 months ago 10

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার একমাত্র সমাধান হচ্ছে মানুষের ভোটের অধিকার প্রয়োগ। সেটা করার সুযোগ দিন, মানুষ আপনাদের সম্মানের সঙ্গে স্মরণ করবে।

তিনি বলেন, ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়নি বলে একাত্তরে মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল। আজ সেই একই ঘটনা পুনরাবৃত্তি হোক আমরা সেটা চাই না।

রোববার (২৫ মে) ন্যাশনাল পিপলস পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, সংস্কারের কথা বলবেন, বিএনপি প্রথম সংস্কারের কথা বলেছে। বিচারের কথা বলবেন, বিএনপি নেতাকর্মীদের চেয়ে কে বেশি নির্যাতনের শিকার হয়েছে? বিএনপি সবার আগে ফ্যাসিবাদের বিচার চায়। সুতরাং জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার একমাত্র সমাধান হচ্ছে মানুষের ভোটের অধিকার প্রয়োগ।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে ন্যাশনাল পিপলস পার্টির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

কেএইচ/কেএসআর/জিকেএস

Read Entire Article