দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনটি বরাবরই আওয়ামী লীগের দখলে থেকেছে। তবে দুবার বিএনপি ও একবার করে ওয়ার্কার্স পার্টি এবং বিএনপি আসনটিতে জয়লাভ করে। কিন্তু এবার আওয়ামী লীগ নির্বাচনের বাইরে থাকলে লড়াইটা হবে বিএনপি-জামায়াত সমানে সমান।
বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য আকতারুজ্জামান মিয়া ও জামায়াত নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন মোল্লা দুই প্রার্থীর জনপ্রিয়তা তুঙ্গে। জামায়াত আফতাব উদ্দিন মোল্লাকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। অপরদিকে বিএনপির আকতারুজ্জামান মিয়ার মনোনয়ন প্রায় নিশ্চিত। আবার এই দুই প্রার্থীর বাড়ি একই উপজেলায়।
তাদের দুজনের প্রার্থিতা প্রায় নিশ্চিত হওয়ায় প্রচারণা চালিয়ে যাচ্ছেন ধুমছে। তারা পাড়া-মহল্লায় ছুটে বেড়াচ্ছেন। সভা-সমাবেশ উঠান বৈঠক, চায়ের আড্ডা শুরু করেছেন। কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান চৌধুরী দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী। তিনি খানসামা উপজেলার বাসিন্দা। তিনিও বিভিন্ন জায়গায় সভা, সমাবেশ ও জনসংযোগ করছেন।
তবে এ আসনটিতে বিএনপি চায় পুনরুদ্ধার করতে, আর জামায়াত চায় প্রথমবারের মতো জয়ের স্বাদ নিতে। অন্য দলের প্রার্থীদের কোনো তৎপরতা দেখা যায়নি এ আসনে।
এই আসনটিতে বিএনপি চায় পুনরুদ্ধার করতে, আর জামায়াত চায় প্রথমবারের মতো জয়ের স্বাদ নিতে। অন্য দলের প্রার্থীদের কোনো তৎপরতা দেখা যায়নি।
এ আসনে এবার নতুন ভোটার ১৪ হাজার ১৬৪। যার মধ্যে খানসামায় ৩ হাজার ৯৯৭ ও ফুলবাড়ীতে ৮ হাজার ১৩৫।
মোট ৪ লাখ ২৭ হাজার ৬১০ ভোটারের মধ্যে খানসামা ১ লাখ ৫৩ হাজার ৭৪৪ ও চিরিরবন্দর ২ লাখ ৭৩ হাজার ৮২৬ জন ভোটার আগামী সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবে বলে দিনাজপুর নির্বাচন অফিস সূত্রে জানা গেছে। এই আসনে খানসামা উপজেলায় ২হাজার ৪৬৩ ও চিরিরবন্দর উপজেলায় ৬ হাজার ৪২২ ভোটার কর্তন করা হয়েছে।
এই আসনে বিএনপিতে মনোনয়ন চাইবেন আকতারুজ্জামান মিয়া ও তারেক রহমানের উপদেষ্টা কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান চৌধুরী।
আরও পড়ুন
- নির্বাচনের দিনক্ষণ নিয়ে ‘অস্থির’ না হয়ে ‘ধৈর্য’ ধরতে হবে
- সরাসরি ভোটে সংসদে ১০০ নারী এমপি প্রয়োজন: সারজিস
জামায়াতের চূড়ান্ত প্রার্থী সাবেক জেলা আমির রংপুরের টিম সদস্য জামায়াত নেতা সাবেক উপজেলা চেয়ারম্যাম আফতাব উদ্দিন মোল্লা। আর কোন দল থেকে কে প্রার্থী হবেন তা জানা যায়নি।
চিরিরবন্দর উপজেলার সচেতন ভোটারদের একজন ফজলুর রহমান। তিনি বলেন, বিএনপি প্রার্থী আকতারুজ্জামান মিয়া ও জামায়াতের আফতাব উদ্দিন মোল্লা দুজনই তুমুল জনপ্রিয়। তাদের মধ্যে লড়াই হবে দেখার মতো। অন্যদিকে তারেক রহমানের উপদেষ্টা কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান চৌধুরীও মাঠ চষে বেড়াচ্ছেন।
বিএনপি প্রার্থী আকতারুজ্জামান মিয়া ও জামায়াতের প্রার্থী আফতাব উদ্দিন মোল্লা দুজনই তুমুল জনপ্রিয়। তাদের মধ্যে লড়াই হবে দেখার মতো। অপরদিকে তারেক রহমানের উপদেষ্টা কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান চৌধুরীও মাঠ চষে বেড়াচ্ছেন।
দেশ স্বাধীনের পর থেকে বিভিন্ন সময় নতুন নতুন জেলা যেমন হয়েছে, তেমনি ১৯৮৬ সালে সংসদ নির্বাচনের নির্বাচনী এলাকা পুনর্গঠিত হয়েছে। সে হিসেবে দিনাজপুর- ৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে ১৯৮৬ সালে সংসদ সদস্য ছিলেন মিজানুর রহমান মানু (বাংলাদেশের ওয়ার্কার্স পাটি), ১৯৮৮ সালে সংসদ সদস্য ছিলেন মোহাম্মদ সাখাওয়াত রহমান (জাতীয় পার্টি), ১৯৯১ সালে সংসদ সদস্য ছিলেন মিজানুর রহমান মানু (আওয়ামী লীগ), ১৯৯৬ সালে ১৫ ফেব্রুয়ারির ও ১৯৯৬ সালের জুন মাসের নির্বাচনে আবদুল হালিম (বিএনপি) ও ১৯৯৬ সালের জুন মাসের নির্বাচনে মিজানুর রহমান মানু (আওয়ামী লীগ) এবং ২০০১ সালে সংসদ সদস্য ছিলেন আখতারুজ্জামান মিয়া (বিএনপি), ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা চারবার সংসদ সদস্য ছিলেন আবুল হাসান মাহমুদ আলী (আওয়ামী লীগ)।
আরও পড়ুন
- রমজানের আগে ভোট আয়োজনের প্রস্তাব তারেক রহমানের
- ড. ইউনূস-তারেক বৈঠক নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলো জামায়াত
প্রার্থীরা নির্বাচনী এলাকায় ভোটার, জনপ্রতিনিধি, সমাজের গণ্যমান্য ব্যক্তিসহ সামাজিক সংগঠনগুলোর প্রধানদের সঙ্গে যোগাযোগ রাখছেন।
খবর নেই অন্যান্য ইসলামি দল, বাম দল, নতুন গঠিত দল ও ছোট ছোট দলগুলোর প্রার্থীদের। তবে নতুন গঠিত দল এনসিপি তাদের প্রার্থী চূড়ান্ত করলেও কৌশলগত কারণে তারা প্রার্থীর নাম ঘোষণ করছে না বলে জানা গেছে।
এএমএইচএম/এসএইচএস/এমএফএ/জেআইএম