সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতের পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। রোববার (১৭ আগস্ট) এ বন্দর দিয়ে ২০৩ টন পেঁয়াজ দেশে এসেছে। ব্যবসায়ীরা জানান, এর ফলে শিগগিরই স্থানীয় বাজারে পেঁয়াজের দাম কমতে পারে।
ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষ জানায়, প্রথম দিনেই সাতটি ভারতীয় ট্রাকে পেঁয়াজ এসেছে। প্রতিটি ট্রাকে গড়ে ২৯ টন করে পেঁয়াজ রয়েছে। এসব আমদানি করা পেঁয়াজ দেশের বিভিন্ন পাইকারি বাজারে সরবরাহ শুরু হয়েছে।
সাতক্ষীরা বড়বাজারের স্থানীয় পাইকারি ব্যবসায়ী ইন্দ্র পাল বলেন, ভারতীয় পেঁয়াজ বাজারে না আসা পর্যন্ত দাম কতটা কমবে বোঝা যাচ্ছে না। তবে ভারতীয় পেঁয়াজ আসার খবরে বাজারে কেজিপ্রতি ৭ থেকে ১০ টাকা কমেছে।
এদিকে দীর্ঘদিন কর্মহীন থাকার পর পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় খুশি শ্রমিকরা। তারা বলেন, পেঁয়াজের কারণে ভোমরা বন্দরে আবার প্রাণ ফিরে এসেছে।
তবে সাধারণ ক্রেতাদের অভিযোগ, পেঁয়াজের দাম এখনো কমেনি। বড়বাজারের ক্রেতা হোসেন আলী বলেন, কয়েক দিন আগে ৬৮ টাকায় পেঁয়াজ কিনেছি, আজও সেই দামেই কিনতে হয়েছে।
আরেক ব্যবসায়ী জানান, বর্তমানে দেশীয় পেঁয়াজ কেজিপ্রতি ৭৫ থেকে ৭৭ টাকায় বিক্রি হচ্ছে। তবে পর্যাপ্ত ভারতীয় পেঁয়াজ এলে দাম কমে ৫৫ থেকে ৬০ টাকায় নামতে পারে।
ভোমরা বন্দরের এলসি স্টেশনের রাজস্ব কর্মকর্তা মিজানুর রহমান বলেন, রোববার এ বন্দর দিয়ে ২০৩ টন পেঁয়াজ দেশে প্রবেশ করেছে। আমরা দ্রুত শুল্কায়ন শেষে খালাস প্রদান করেছি। সরকার যেহেতু পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে, ব্যবসায়ীরা এ বন্দর ব্যবহার করলে কাস্টমস সর্বোচ্চ সহযোগিতা করবে।
ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসান বলেন, দীর্ঘ সাত মাস পর সরকার পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে। এজন্য কয়েক দিনের মধ্যেই বাজারে দাম কমে যাবে। তবে সীমিত পরিসরে আমদানির অনুমতি দেওয়ায় এখনই ব্যাপক সরবরাহ সম্ভব হচ্ছে না।