ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কারে পাথর তুলতে গিয়ে শ্রমিকের মৃত্যু

5 hours ago 4

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে বাংলাদেশ রেলওয়ের একমাত্র রোপওয়ে (রজ্জুপথ) সংরক্ষিত এলাকা থেকে পাথর তুলতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) সকাল ৯টায় এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক লিটন মিয়া উপজেলার বাঘারপাড় গ্রামের নবী হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো লিটন মিয়া তার দলের সঙ্গে ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর তুলতে যায়। বাঙ্কারের স্থাপনার নিচ থেকে পাথর উত্তোলনের সময় দেয়াল ধসে চাপা পড়লে লিটন মিয়া গুরুতর আহত হন। পরে অন্যরা হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভোলাগঞ্জ থেকে সুনামগঞ্জের ছাতক পর্যন্ত রয়েছে বাংলাদেশ রেলওয়ের একমাত্র রোপওয়ে (রজ্জুপথ)। রোপওয়ে এলাকাটি রেলওয়ে নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও রোপওয়ে বাঙ্কার এলাকা থেকে কোটি কোটি টাকার পাথর লুট হচ্ছে বলে দাবি স্থানীয়দের।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আহমেদ জামিল/এএইচ/জিকেএস

Read Entire Article