ভোলায় বরফকলের সিলিন্ডার বিস্ফোরণে নারী নিহত, আহত ৬

3 months ago 49

ভোলায় একটি বরফকলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ অন্তত ছয়জন।

শনিবার (৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর ৩ নম্বর ওয়ার্ডের মেঘনা নদীর তীর সংলগ্ন এলাকায় খোরশেদ আলমের বরফকলে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

নিহত নারীর নাম সিদ্দিকা খাতুন। তিনি ভোলার দৌলতখান পৌর ৩ নম্বর ওয়ার্ডের আজিজুল ইসলাম হাদিজের স্ত্রী।

আহতরা হলেন একই এলাকার জাহানারা বেগম (৫০), পাপিয়া বেগম (২৮), হাসনুর বেগম (২০), ফাইজা (দুই মাস) ও ১০ মাস বয়সী শিশু হুমাইরা।

নিহতের ছেলে মো. মফিজ ও আহত শিশুর মামা মঈন উদ্দিন জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বরফকলের গ্যাসের সিলিন্ডার হঠাৎ বিস্ফোরিত হয়। এ ঘটনায় সাতজন আহত হন। তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সিদ্দিকা খাতুন মারা যান। বাকি চারজন ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। দুজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভোলা সদর হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স আরিফুন নেছা জানান, আহত দুই শিশু আগের চেয়ে সুস্থ আছে।

দৌলতখান থানার পরিদর্শক এরশাদুল হক ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জুয়েল সাহা বিকাশ/এসআর

 

Read Entire Article