ভ্যানচালক সেজে হত্যা মামলার আসামি ধরল পুলিশ

2 months ago 6
কুষ্টিয়ার দৌলতপুরে ভ্যানচালকের ছদ্মবেশে অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামি আলিম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ জুন) সকাল ১০টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আলিম হোসেন সদর ইউনিয়নের গোবরগাড়া গ্রামের বশির আহমেদের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৭ এপ্রিল বিকেলে উপজেলার গোবরগাড়া এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে আলিম হোসেন ও সহযোগীরা তার চাচি মাহাফুজা খাতুনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ২৮ এপ্রিল সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় ২৮ এপ্রিল নিহতের ছেলে বাপ্পি হোসেন দৌলতপুর থানায় আলিমকে প্রধান আসামি এবং আরও সাতজনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাধন কুমার মণ্ডল বলেন, ঘটনার পর থেকে আসামিরা পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আলিমের অবস্থান শনাক্ত করে ভ্যানচালকের ছদ্মবেশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। দৌলতপুর থানার ওসি নাজমুল হুদা বলেন, গ্রেপ্তার আলিম হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
Read Entire Article