বর্ষার টানা বৃষ্টিতে বাইরের হাওয়া যেমন স্যাঁতসেঁতে হয়ে ওঠে, তেমনি ঘরের ভেতরও জমে যায় এক ধরনের ভ্যাপসা ভাব। পোশাক, আসবাব, এমনকি বাতাসেও ভেসে বেড়ায় এক অস্বস্তিকর গন্ধ, যা মুহূর্তেই ম্লান করে দেয় ঘরের সতেজতা। কিন্তু কিছু সহজ ঘরোয়া উপায় মেনে চললেই এই বিরক্তিকর গন্ধকে বিদায় জানিয়ে ঘরে আনা যায় প্রাকৃতিক সুরভি ও সজীবতা। শুধু নান্দনিকতার জন্য নয়, পরিবারের সুস্থ ও মনোরম পরিবেশ বজায় রাখতেও এগুলো হতে পারে আপনার দৈনন্দিন সঙ্গী।
পটপৌরির জাদু
শুকনো ফুল, মসলা আর এসেনশিয়াল অয়েলের মিশ্রণে তৈরি পটপৌরি ঘরের বাতাসে ছড়ায় দীর্ঘস্থায়ী সুবাস। গ্লাসের পাত্র, কফি কাপ কিংবা কাপড়ের ছোট ব্যাগে ভরে সোফার পাশে, ড্রেসিং টেবিলে বা বাথরুমে রেখে দিন। গোলাপ, ল্যাভেন্ডার, গাঁদা, জিনিয়ার মতো ফুলের সঙ্গে দারুচিনি বা লবঙ্গ যোগ করলে সৌন্দর্য আর ঘ্রাণ দুটোই বাড়বে।
বেকিং সোডার গন্ধ শোষণ ক্ষমতা
বেকিং সোডা প্রাকৃতিকভাবে দুর্গন্ধ টেনে নেয়। ছোট বাটিতে নিয়ে রান্নাঘর, বাথরুম বা যেকোনো কোণে রেখে দিন। সপ্তাহে একবার বদলে নিলে কার্যকারিতা বজায় থাকবে।
- আরও পড়ুন:
- চিটচিটে গ্যাসের চুলা ও চিমনি পরিষ্কার করবেন যেভাবে
- গরমে বাড়ির অন্দর শীতল রাখবে যেসব ইনডোর প্ল্যান্ট
মসলার সুগন্ধি স্প্রে
দারুচিনি, এলাচ, লবঙ্গ আর কমলার খোসা একসঙ্গে পানিতে ফুটিয়ে নিন। ঠান্ডা হলে ছেঁকে স্প্রে বোতলে ভরে নিন। প্রতিদিন ঘরের কোণায় কয়েকবার স্প্রে করলেই মিলবে মিষ্টি-মসলাদার ঘ্রাণ।
ঘরে আনুন সুগন্ধি গাছের ছোঁয়া
তুলসী, লেমন গ্রাস, পুদিনা, রোজমেরি কিংবা ল্যাভেন্ডারের মতো গাছ কেবল বাতাস বিশুদ্ধ করে না, বরং ছড়ায় সতেজতা। জানালার ধারে বা বারান্দায় রাখলেই হবে।
ভিনেগারের সহজ সমাধান
সাদা ভিনেগার দুর্গন্ধ শোষণে দারুণ কার্যকর। কাচের ছোট পাত্রে ভরে ঘরের মাঝখানে রাখুন। রান্নাঘর, বাথরুম বা বদ্ধ ঘরে বিশেষভাবে কাজ দেয়।
ল্যাভেন্ডার-ক্যামোমাইলের রিল্যাক্সিং স্প্রে
১৫ ফোঁটা ল্যাভেন্ডার তেল, ১৫ ফোঁটা ক্যামোমাইল তেল, এক চা চামচ ভ্যানিলা নির্যাস আর সামান্য পানি মিশিয়ে নিন স্প্রে বোতলে। পর্দা, বালিশ বা সোফায় স্প্রে করলে ঘরে ছড়াবে শান্তিময় সুগন্ধ।
জেএস/এএসএম