মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী চার দিন বৃষ্টিপাতের প্রবণতা কম থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ সময় ভ্যাপসা গরম থাকতে পারে সারাদেশে।
শনিবার (১৬ আগস্ট) আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ শনিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাত অনেকটা কম থাকতে পারে। এসময় তাপমাত্রা বাড়তে পারে, ভ্যাপসা গরম থাকতে পারে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, মৌসুমি বায়ুর সক্রিয়তা এখন কম। ফলে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে। তবে এসময় দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
- আরও পড়ুন
- পাকিস্তানে ভারী-বৃষ্টি বন্যায় দুই শতাধিক মৃত্যু
- গোমস্তাপুরে মাদরাসায় ‘অসুস্থ’ দুই শিশু, হাসপাতালে মৃত্যু
তবে ২০ আগস্ট (মঙ্গলবার) থেকে দেশে বৃষ্টি বাড়তে পারে বলেও জানান হাফিজুর রহমান।
আজ শনিবার ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস বান্দরবানে। গতকাল শুক্রবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে বান্দরবানে।
আরএএস/কেএসআর/এএসএম