ভ্রমণে গিয়ে না ফেরার দেশে ঢাবি অধ্যাপক

সুন্দরবনে ভ্রমণে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদভুক্ত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আতাউর রহমান বিশ্বাস মৃত্যু করেছেন। বুধবার (৭ জানুয়ারি) সকালে সুন্দরবন এলাকায় অবস্থানরত ‘আলাস্কা’ জাহাজের একটি কেবিনে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. ওমর ফারুক। তিনি বলেন, আমরা কলা অনুষদের শিক্ষকরা সুন্দরবনে ভ্রমণে এসেছি এবং আলাস্কা জাহাজেই অবস্থান করছিলাম। স্যার তার নিজ কেবিনে ছিলেন। সকালে জানতে পারি, তিনি আর আমাদের মাঝে নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদ্‌রোগজনিত সমস্যায় (কার্ডিয়াক অ্যাটাক) তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সময় তার কাছে কেউ উপস্থিত না থাকায় তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করা যায়নি। উল্লেখ্য, অধ্যাপক ড. মো. আতাউর রহমান বিশ্বাস শুধু একজন শিক্ষকই একজন সংগঠক হিসেবেও পরিচিত ছিলেন। তিনি ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)-এর আহ্বায়ক ছিলেন যে প্ল্যাটফর্মটি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সম্মিলিত কণ্ঠস্বর হিসেবে আত্মপ্রকাশ করে। তার মৃত্যুতে ঢাকা ব

ভ্রমণে গিয়ে না ফেরার দেশে ঢাবি অধ্যাপক

সুন্দরবনে ভ্রমণে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদভুক্ত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আতাউর রহমান বিশ্বাস মৃত্যু করেছেন।

বুধবার (৭ জানুয়ারি) সকালে সুন্দরবন এলাকায় অবস্থানরত ‘আলাস্কা’ জাহাজের একটি কেবিনে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. ওমর ফারুক।

তিনি বলেন, আমরা কলা অনুষদের শিক্ষকরা সুন্দরবনে ভ্রমণে এসেছি এবং আলাস্কা জাহাজেই অবস্থান করছিলাম। স্যার তার নিজ কেবিনে ছিলেন। সকালে জানতে পারি, তিনি আর আমাদের মাঝে নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদ্‌রোগজনিত সমস্যায় (কার্ডিয়াক অ্যাটাক) তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সময় তার কাছে কেউ উপস্থিত না থাকায় তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করা যায়নি।

উল্লেখ্য, অধ্যাপক ড. মো. আতাউর রহমান বিশ্বাস শুধু একজন শিক্ষকই একজন সংগঠক হিসেবেও পরিচিত ছিলেন। তিনি ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)-এর আহ্বায়ক ছিলেন যে প্ল্যাটফর্মটি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সম্মিলিত কণ্ঠস্বর হিসেবে আত্মপ্রকাশ করে। তার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow