ভয়াবহ আগুনে পুড়ল ১০ দোকান

নোয়াখালীর বেগমগঞ্জে ভয়াবহ আগুনে ১০টি দোকান আগুনে পুড়ে গেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার সোহেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ৭ নম্বর একলাশপুর ইউনিয়নে টেলিভিশন সেন্টার সংলগ্ন অনন্তপুর এলাকার জামাল মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় ব্যবসায়ী ওহাব স্টোরের মালিক মো. জামাল হোসেন বলেন, রাত সাড়ে ১২টার দিকে জামাল মার্কেটের নিউ সুমন ম্যাট্রেস (লেপ-তোষকের) কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়। ওই সময় কারখানায় থাকা তিন শ্রমিক দ্রুত বের হয়ে যায়। আগুনে হোটেল, মুদি, ইলেকট্রিক, ফার্মেসি, স্টেশনারি, মোবাইল সার্ভিসিং, কম্পিউটার সেন্টারসহ ১০ দোকান পুড়ে গেছে। খবর পেয়ে সুধারাম মডেল থানার ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টারও বেশি সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।  তিনি আরও বলেন, প্রায় কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে। এ মুহূর্তে সরকারের সহযোগিতা দরকার। মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার সোহেল আহমেদ বলেন, সম্ভবত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক

ভয়াবহ আগুনে পুড়ল ১০ দোকান

নোয়াখালীর বেগমগঞ্জে ভয়াবহ আগুনে ১০টি দোকান আগুনে পুড়ে গেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার সোহেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ৭ নম্বর একলাশপুর ইউনিয়নে টেলিভিশন সেন্টার সংলগ্ন অনন্তপুর এলাকার জামাল মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ব্যবসায়ী ওহাব স্টোরের মালিক মো. জামাল হোসেন বলেন, রাত সাড়ে ১২টার দিকে জামাল মার্কেটের নিউ সুমন ম্যাট্রেস (লেপ-তোষকের) কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়। ওই সময় কারখানায় থাকা তিন শ্রমিক দ্রুত বের হয়ে যায়। আগুনে হোটেল, মুদি, ইলেকট্রিক, ফার্মেসি, স্টেশনারি, মোবাইল সার্ভিসিং, কম্পিউটার সেন্টারসহ ১০ দোকান পুড়ে গেছে। খবর পেয়ে সুধারাম মডেল থানার ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টারও বেশি সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। 

তিনি আরও বলেন, প্রায় কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে। এ মুহূর্তে সরকারের সহযোগিতা দরকার।

মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার সোহেল আহমেদ বলেন, সম্ভবত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরবর্তীতে জানানো হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow