ম. রাশেদুল হাসান খানের কবিতা ‘শবযাত্রার সহগামী’
ক্রমশ: দিন প্রদিপের আলো নিস্প্রভ, নিভু, নিভু,
কে আমি? কোথায় আমার অবস্থান? জানিয়ে দাও হে প্রভু।
চলতে, চলতে একদিন থেমে যেতে হবে সকলের,
বিভেদ, হিংসা ও বিদ্বেষ ভুলে এই চরাচরের মায়া ও আবেশের।
হে প্রভু দাও আমায়, আমার আত্ম ঠিকানার পরিচয়,
যে পরিচয়ে এসেছি এই ধরায়, মানুষের কাছে মাথা নোয়াবার নয়।
ফিরে যেতে হবে সকলেরই, কি রেখে যাবো? শুধুই কি আগমন-প্রস্থান?
কি উদ্দেশ্যে আগমন? রইল বাকী কি? কেবল দেহাবসান।
হে দয়াময়, দাও আমায় দর্শন, বেঁচে থাকার অবলম্বন,
করুনা চাইনে, চাই আত্মার সাথে সর্ম্পক অন্তঃগোপন।
বেলাশেষে সকলেরই প্রস্থান হবে ঢিমে, গোধূলীতে,
হে দয়াল, প্রস্তুত থাকি যেন শেষ প্রশ্ন-উত্তরে কিংবা হিসাবের সমাধানে।
আজকে হয়তো আমি ধীর কদমে কারও শবযাত্রার সহযাত্রী.
কাল হবে কি? তুমি! আমার শবযাত্রার সহগামী।
[কবি ম. রাশেদুল হাসান খান জগন্নাথ বিশ্বদ্যিালয়ের পরিসংখ্যান বিভাগের সাবেক শিক্ষার্থী। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘ব্যাংকিং ও ইন্স্যুরেন্স’ বিষয়ে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ‘তথ্যপ্রযুক্তি’ বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তিনি। কবি পেশাগত জীবনে একজন ব্যাংকার; বর্তমানে তিনি গ্লোবাল ইসলামী ব্যাংকের ফার্স্ট এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।]