মঈন আলীর ঝলকে ঢাকাকে হারাল সিলেট
বাংলাদেশ প্রিমিয়ার লিগে ব্যাটে–বলে ভারসাম্যপূর্ণ পারফরম্যান্সে জয় তুলে নিল সিলেট টাইটান্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ১৮তম ম্যাচে তারা ২০ রানে পরাজিত করে ঢাকা ক্যাপিটালসকে। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮০ রান তোলে সিলেট। ইনিংসের শুরুতে পারভেজ হোসেন ইমন ও তাওফিক খানের জুটিতে ভালো সূচনা পায় দলটি। ইমন ২৪ বলে ৩২ রান করে ফিরলেও মাঝের ওভারে আরিফুল ইসলাম জনি (৩৮) ও আজমতউল্লাহ ওমরজাই (৩৩) ইনিংস এগিয়ে নেন। শেষদিকে মাত্র ৮ বলে ঝড়ো ২৮ রান করে ম্যাচের রং বদলে দেন মঈন আলী। অপরাজিত থাকেন ইথান ব্রুকস ও অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। ঢাকার হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন জিয়াউর রহমান, ৪ ওভারে ৩৫ রান দিয়ে নেন ৩ উইকেট। এ ছাড়া ইমাদ ওয়াসিম ও নাসির হোসেন একটি করে উইকেট শিকার করেন। ১৮১ রানের লক্ষ্যে নেমে ঢাকাও ভালো শুরু পায়। রহমানউল্লাহ গুরবাজ ৪৪ বলে ৫১ রান করে দলের লড়াইয়ে থাকার আশা জাগান। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় বড় জুটি গড়ে উঠেনি। মাঝের দিকে সাইফ হাসান ও শেষদিকে সাব্বির রহমান কিছুটা চেষ্টা করলেও প্রয়োজনীয় রান রেটের চাপ সামলাতে পারেনি দলটি। সিলেটের বোলিং
বাংলাদেশ প্রিমিয়ার লিগে ব্যাটে–বলে ভারসাম্যপূর্ণ পারফরম্যান্সে জয় তুলে নিল সিলেট টাইটান্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ১৮তম ম্যাচে তারা ২০ রানে পরাজিত করে ঢাকা ক্যাপিটালসকে।
টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮০ রান তোলে সিলেট। ইনিংসের শুরুতে পারভেজ হোসেন ইমন ও তাওফিক খানের জুটিতে ভালো সূচনা পায় দলটি। ইমন ২৪ বলে ৩২ রান করে ফিরলেও মাঝের ওভারে আরিফুল ইসলাম জনি (৩৮) ও আজমতউল্লাহ ওমরজাই (৩৩) ইনিংস এগিয়ে নেন। শেষদিকে মাত্র ৮ বলে ঝড়ো ২৮ রান করে ম্যাচের রং বদলে দেন মঈন আলী। অপরাজিত থাকেন ইথান ব্রুকস ও অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।
ঢাকার হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন জিয়াউর রহমান, ৪ ওভারে ৩৫ রান দিয়ে নেন ৩ উইকেট। এ ছাড়া ইমাদ ওয়াসিম ও নাসির হোসেন একটি করে উইকেট শিকার করেন।
১৮১ রানের লক্ষ্যে নেমে ঢাকাও ভালো শুরু পায়। রহমানউল্লাহ গুরবাজ ৪৪ বলে ৫১ রান করে দলের লড়াইয়ে থাকার আশা জাগান। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় বড় জুটি গড়ে উঠেনি। মাঝের দিকে সাইফ হাসান ও শেষদিকে সাব্বির রহমান কিছুটা চেষ্টা করলেও প্রয়োজনীয় রান রেটের চাপ সামলাতে পারেনি দলটি।
সিলেটের বোলিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সালমান ইরশাদ। তিনি ৪ ওভারে মাত্র ২৫ রান খরচায় নেন ৩ উইকেট। মঈন আলী বল হাতেও কার্যকর ছিলেন, ৪ ওভারে ২০ রান দিয়ে তুলে নেন ২ উইকেট।
শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৬০ রানে থামে ঢাকার ইনিংস। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট যোগ করল সিলেট টাইটান্স, আর ঢাকাকে সন্তুষ্ট থাকতে হলো আরেকটি হার নিয়েই।
What's Your Reaction?