মওলানা ভাসানী রাজনীতিবিদদের জন্য অনুপ্রেরণা : আব্দুল কাদের 

2 months ago 28

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী বাংলাদেশের সব রাজনীতিবিদের জন্য অনুপ্রেরণা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টির (বিডিপিপি) চেয়ারম্যান মো. আব্দুল কাদের।

রোববার (১৭ নভেম্বর) মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকীতে টাঙ্গাইলের সন্তোষে তার মাজারে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি।

আব্দুল কাদের বলেন, মওলানা আবদুল হামিদ খান ভাসানী বাংলাদেশের স্বাধীনতার প্রথম স্বপ্নদ্রষ্টা। এ দেশের শোষিত-বঞ্চিত মানুষের পাশে সর্বপ্রথম তিনি দাঁড়ান। শোষণের বিরুদ্ধে আন্দোলনে তিনি ছিলেন অগ্রনায়ক। ৯৬ বছর বয়সে তার ফারাক্কা লংমার্চ আমাদের শেখায়- এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে বয়স কোনো বাধা হতে পারে না; আন্দোলন যেকোনো সময়ে যেকোনো পরিস্থিতিতে করা যায়। 

তিনি আরও বলেন, মওলানা ভাসানী বাংলাদেশের সকল রাজনীতিবিদের অনুপ্রেরণা। যদিও ১৯৯০-এর পর থেকে মওলানা ভাসানীকে প্রায় সবগুলো দলই মুছে ফেলার চেষ্টা করেছে। তার মৃত্যুবার্ষিকী এবং জন্মবার্ষিকী কোনো সরকারই রাষ্ট্রীয়ভাবে পালন করেনি। তবে মানুষের মনে ভালোবাসার জায়গায় তিনি সবসময় ছিলেন এবং সব সময় থাকবেন। আমরা তার আদর্শকে ধারণ করে এগিয়ে যাব, ইনশাল্লাহ। 

শ্রদ্ধা নিবেদনের সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টির কো-চেয়ারম্যান রফিকুল ইসলাম খান, পারভীন নাসের খান ভাসানী, মহাসচিব হারুন অর রশিদ, প্রেসিডিয়াম মেম্বার তাসলিমা নাজনীন, আব্দুল মালেক, শওকত হোসেন, ভাইস চেয়ারম্যান মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক সুরুজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন, মহিলাবিষয়ক সম্পাদিকা সৈয়দা রিফাত সুলতানা, সহ-শ্রমবিষয়ক সম্পাদক মো. লিটন জোয়ার্দারসহ অন্যরা। পরে প্রয়াত নেতার রুহের মাগফিরাতে বিশেষ দোয়া করেন তারা। 

Read Entire Article