মঙ্গলবার নিবন্ধন পাচ্ছে গণসংহতি আন্দোলন

1 month ago 23

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) গণসংহতি আন্দোলন বাংলাদেশ নির্বাচন কমিশনে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে যাচ্ছে।

সোমবার দলটির সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান হয়।

গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দেওয়ার জন্য হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন যে আপিল করেছিল সেটি কমিশন প্রত্যাহার করায় হাইকোর্টের রায় বাস্তবায়নে গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

নিয়ম অনুযায়ী, সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তিও দিয়েছে কমিশন। এ বিষয়ে কোনো আপত্তি উত্থাপিত না হওয়ায় আগামীকাল দুপুর ১২টা ৩০ মিনিটে নিবন্ধনের প্রজ্ঞাপন ও নির্বাচনী প্রতীক আনুষ্ঠানিকভাবে গণসংহতি আন্দোলনের নেতাদের হাতে তুলে দেবে নির্বাচন কমিশন।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেলসহ অন্য নেতারা এসময়ে উপস্থিত থাকবেন।

এমওএস/এমএইচআর

Read Entire Article