স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া রংপুরে যাবেন।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ৯টায় হেলিকপ্টারযোগে ঢাকা থেকে রংপুরের উদ্দেশে যাত্রার কথা রয়েছে তার।
উপদেষ্টার একান্ত সচিব আবুল হাসানের ২৪ নভেম্বরে স্বাক্ষরিত সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে।
উক্ত সফরসূচি অনুযায়ী তিনি মঙ্গলবার সকাল ৯টা ৪০মিনিটে রংপুরের পীরগাছা উপজেলায় অবতরণ করবেন। সকাল ১০টায় উপজেলার অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করবেন তিনি।
পরে মধ্যাহ্ন বিরতি শেষে বেলা ২টায় রংপুরের কাউনিয়া উপজেলায় হেলিকপ্টারযোগে যাবেন তিনি। সেখানেও অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে বিকেল ৪টায় ঢাকার উদ্দেশে যাত্রা করবেন তিনি।
এ ছাড়াও সফরসূচির বাইরেও এদিন তিনি আরও কিছু কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার আগমন উপলক্ষে উপদেষ্টাকে বহনকারী হেলিকপ্টার অবতরণের জন্য পীরগাছার সুখানপুকুর হেলিপ্যাড মাঠ সংস্কার ও কাউনিয়ায় মোফাজ্জল হোসেন মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অস্থায়ী হেলিপ্যাড নির্মাণ করা হয়েছে।
পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হক সুমন কালবেলাকে জানান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার আগমন উপলক্ষে পীরগাছা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।