মজলুমের পক্ষে দাঁড়ানো ইসলামের শিক্ষা: জাতীয় মসজিদের খতিব

1 month ago 12

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক বলেছেন, ইসলামের শিক্ষা হলো মজলুম দুর্বল বা সংখ্যালঘু হলেও তাদের পক্ষে আমাদের থাকতে হবে। জালেম যত শক্তিশালী বা সংখ্যাগরিষ্ঠ হোক, তাকে জুলুম থেকে বিরত রাখতে হবে। এটা আমাদের সবার দায়িত্ব।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের বৈঠকে তিনি এসব কথা বলেন।

ইসলামের প্রথম খলিফা বিখ্যাত সাহাবি আবু বকরের (রা.) বক্তব্য উদ্ধেৃত করে তিনি বলেন, আবু বকর (রা.) বলেছিলেন, আপনাদের মধ্যে যে সবচেয়ে বেশি শক্তিশালী সে আমার কাছে দুর্বল, যদি সে জালেম হয়। আর যে সবচেয়ে দুর্বল সে আমার কাছে শক্তিশালী যদি সে মজলুম হয়। আমাদেরও এই নীতি গ্রহণ করতে হবে। বাংলাদেশে ধর্মীয় সম্প্রদায়গুলোর মধ্যে সম্প্রীতির পরিবেশ যদি আমরা টিকিয়ে রাখতে চাই, তাহলে সম্প্রীতি যারা নষ্ট করে, তাদের ব্যাপারে আমাদের অনমনীয় হতে হবে। তথ্যসন্ত্রাসের ব্যাপারে অনমনীয় হতে হবে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সঙ্গে ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের বৈঠকটি শুরু হয়। বৈঠকে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ, বায়তুল মোকাররমের খতিব আবদুল মালেক, কবি ও চিন্তক ফরহাদ মজহার এবং হেফাজতে ইসলামের সাজেদুল হক, রমনা হরিচাঁদ মন্দিরের সহ-সম্পাদক অবিনাশ মিত্র, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দ প্রিয়, রমনা সেন্ট ম্যারিজ ক্যাথেড্রালের প্রধান পুরোহিত অলভার্ট রোজারিও এবং গারো পুরোহিত জনসন মুরি কামাল প্রমুখ।

ওএফএফ/এমএস

Read Entire Article