মঞ্চে জুমার নামাজ আদায় আন্দোলনকারীদের, সমাবেশ শুরু

3 months ago 45

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পাশে মিন্টো রোডের ফোয়ারার সামনে তৈরি মঞ্চে জুমার নামাজ আদায় করেছেন আন্দোলনকারীরা। শুক্রবার (৯ মে) দুপুরে মঞ্চের পেছনেই জুমা আদায় করেন তারা।

jagonews24

সরেজমিনে দেখা যায়, নামাজ শেষে এই মঞ্চে শুরু হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশ। সমাবেশে অংশ নিতে ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে দেখা গেছে আন্দোলনকারীদের।

বৃহস্পতিবার রাত ১২টা থেকে আজ শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত তারা যমুনার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এরপর তারা যমুনার সামনে থেকে পোয়ারার সামনে সরে আসে। আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আন্দোলন চলবে বলে জানাচ্ছেন আন্দোলনকারীরা।

এএএ/বিএ

Read Entire Article