মঞ্চে দেখা যাবে ‘দেয়াল জানে সব’

2 months ago 6

সময়ের সংকট, প্রতিবাদ আর প্রতিরোধের চিত্র তুলে ধরতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মঞ্চে আসছে নতুন নাটক ‘দেয়াল জানে সব’। স্পন্দন থিয়েটার সার্কেলের প্রযোজনায় ও সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে আগামী ১৯ জুন।

রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মঞ্চে রাত ৭টায় শুরু হবে এই বিশেষ আয়োজন।

নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন নাট্যনির্দেশক শাকিল আহমেদ সনেট। তিনি জানান, ‘‘দেয়াল জানে সব’ কেবল পাঁচটি কফিন কিংবা পাঁচটি মৃত্যুর কাহিনি নয়। এটি এক জীর্ণ সমাজের প্রতিচ্ছবিও। যেখানে শোক আর হতাশার ভেতর থেকেও উঠে আসে জীবনের আহ্বান, প্রতিরোধের আশা।’

নাটকটি মনসুন রেভল্যুশনের চেতনায় অনুপ্রাণিত। শাকিল আহমেদ সনেট বলেন, ‘এই নাটকে আমি চেয়েছি এমন এক মঞ্চভাষ্য নির্মাণ করতে যেখানে বাস্তবতা ও বিমূর্ততা মিলেমিশে একাকার হয়। দর্শক যেন একইসঙ্গে মৃত্যুর নৈঃশব্দ্য ও জীবনের স্পন্দন অনুভব করতে পারে। দেয়াল জানে, প্রতিটি মৃত্যু শুধুই শেষ নয়, বরং প্রতিটি রক্তবিন্দু জন্ম দেয় নতুন স্বপ্নের।’

‘দেয়াল জানে সব’ নাটকে অভিনয় করেছেন জিতাদিত্য বড়ুয়া, জয়ন্ত ত্রিপুরা, আকাশ মিয়া, নুসরাত জাহান, কৃষ্ণ চন্দ্র বর্মণ ও নারিন আফরোজ লিনসা প্রমুখ।

প্রথম প্রদর্শনীর পরদিন ২০ জুন একই স্থান ও সময়ে অনুষ্ঠিত হবে নাটকের দ্বিতীয় প্রদর্শনী।

স্পন্দন থিয়েটার সার্কেল মনে করে, নতুন প্রজন্মের কাছে সময় ও সমাজকে নতুনভাবে ভাবার আহ্বান জানাতে নাটক ‘দেয়াল জানে সব’ হতে পারে এক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক অভিজ্ঞতা।

এলআইএ/এএসএম

Read Entire Article