মঞ্জুরুল ও জ্যোতিকে নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য আরেক নারী ক্রিকেটারের

16 hours ago 6

টাইগ্রেস পেসার জাহানারা আলমের অভিযোগের ইস্যুতে উত্তাল দেশের ক্রীড়াঙ্গন। টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম ও প্রয়াত সাবেক ইনচার্জ তাওহীদ মাহমুদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেন তিনি। তীব্র সমালোচনায় মাতেন বর্তমান নারী দলের অধিনায়ক জ্যোতিরও। এবার মঞ্জুরুল-জ্যোতিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রুমানা আহমেদ।  

রুমানা দাবি করেন, জ্যোতি অধিনায়ক হওয়ার পর থেকেই তাকে দল থেকে বের করে দিতে চেষ্টা করে এবং একপর্যায়ে সফল হয়। তিনি বলেন, ‘ও (জ্যোতি) ক্যাপ্টেন হওয়ার পর থেকেই আমাকে টিম থেকে বের করার জন্য উঠেপড়ে লেগেছে। সেটা সে সফল হয়েছে। আমি টিমে নেই কেন? ম্যানেজমেন্ট আমাকে বলছে আমি পারফর্মার, কিন্তু আমি নাকি আনফিট। ওনাদের জানা উচিত একজন আনফিট খেলোয়াড় কখনও পারফর্মার হতে পারে না।’

মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে জাহানারা যে অভিযোগ তুলেছে সেটি এতদিন ধামাচাপা থাকায় অখুশি রুমানা। একইসঙ্গে প্রশ্ন তুলেন মঞ্জুরুলের চরিত্র নিয়েও। এ প্রসঙ্গে রুমানা বলেন, ‘আমার কাছে এটা কষ্টই লেগেছে যে, বিষয়টি এতদিন ধামাচাপা ছিল। ও (জারুহানারা) এটা এতদিন পরে তুলেছে, এটা খারাপ লেগেছে। আর ওনার (মঞ্জুরুলের) ক্যারেক্টার নিয়ে আমি আগেও বলেছি, উনি এই টাইপের। এখন ওর (জাহানারা) সঙ্গে যা করা হয়েছে সেগুলো আমার স্বচক্ষে দেখা না, আমি এটা নিয়ে জানি না। তবে আমি এইটুকু জানি, একটা মেয়ে মানুষ এইটুকু বুঝতে পারার কথা যে কখন তাকে ‘গুড টাচ’ বা ‘ব্যাড টাচ’ করা হয়।’

বর্তমান অধিনায়ক জ্যোতির কথা যারা শুনে তাদের নিয়েই দল গঠন করা হয়, এমন দাবি রুমানার। তিনি আরও জানান, অনেকেই জ্যোতির ‘খেদমত’ করে দলে জায়গা পেতে।  রুমানা বলেন, ‘ও (জ্যোতি) তো জুনিয়রদের নিয়েই টিম করে। ওর কথা যারা শোনে, ও তাদের নিয়েই টিমটা গঠন করেছে সবসময়। ব্যাগ টানার কাজ আমরাও দেখেছি, জাহানারাও দেখেছে। এটা স্বেচ্ছায় করেছে, কারণ তাকে তো টিমে থাকতে হবে। জ্যোতির যদি একটু ‘খেদমত’ করতে পারে, তাহলে তো টিমে থাকতে পারবে।’

সূত্র: সমকাল 
 

Read Entire Article