মণিপুরে মুখ্যমন্ত্রীর বাড়িতে আগুন, কারফিউ-ইন্টারনেট বন্ধ
ভারতের মণিপুর রাজ্যের সাতটি জেলায় শনিবার কারফিউ জারি করা হয়েছে এবং এসব স্থানের ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে, রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের পৈতৃক বাসভবনে ভাঙচুর চালানো এবং আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে বিক্ষোভকারীরা বীরেন সিংয়ের পৈতৃক বাসভবনে যাওয়ার প্রধান সড়কে টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচল ঠেকায়। এমনকি মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে প্রায় ৩-৪ কিলোমিটার দূরে মন্ত্রিপুখরি এলাকায় রাত ১১টা পর্যন্ত বিক্ষোভ চলে। আসাম রাইফেলস, বিএসএফ এবং রাজ্য বাহিনীসহ সুরক্ষা কর্মীরা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড