প্রতিবছরই এসএসসি পরীক্ষার ফলাফলে অসাধারণ সাফল্যের ধারা বজায় রাখে রাজধানীর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। তবে চলতি বছর কিছুটা কমেছে পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা।
চলতি বছরের (২০২৫ সাল) এসএসসিতে এ প্রতিষ্ঠান থেকে মোট ২ হাজার ৬৪০ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। এর মধ্যে পাস করেছে ২ হাজার ৫৮৬ জন। পাসের হার ৯৭ দশমিক ৯৫ শতাংশ। বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকা বোর্ডের প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানায় মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ।
এর আগে, গত বছরে মোট ২ হাজার ৪১১ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। এর মধ্যে পাস করেছিল ২ হাজার ৪০১ জন। পাসের হার ছিল ৯৯ দশমিক ৫৯ শতাংশ।
অন্যদিকে, পরীক্ষার ফলাফল প্রকাশকে কেন্দ্র করে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ভিড় করছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। ফল ঘোষণার পরপরই অনেককে শিক্ষক-শিক্ষিকার কাছ থেকে দোয়া ও আশীর্বাদ নিতে দেখা যায়। অভিভাবকরাও সন্তানের ফল জানার পর শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ফেরদাউস জাগো নিউজকে বলেন, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় মতিঝিল আইডিয়াল স্কুল থেকে ২ হাজার ৬৪০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। যাদের মধ্যে পাস করে ২ হাজার ৫৮৬ জন। আর অকৃতকার্য হয়েছেন ৫৪ জন শিক্ষার্থী। শতকরা হিসাবে যা ৯৭ দশমিক ৯৫ জন। এবার জিপিএ-৫ পেয়েছে ১৫৪৯ জন শিক্ষার্থী বা ৫৮ দশমিক ৬৭ শতাংশ। গত বছরের জিপিএ-৫ পেয়েছিল ১৯৫৬ জন বা মোট পরীক্ষার্থীর ৮০ শতাংশ।
ইএআর/এএমএ/এএসএম