মদনে মানসিক ভারসাম্যহীন ছেলের লাঠির আঘাতে প্রাণ গেলো বাবার

12 hours ago 9

নেত্রকোনার মদনে ছেলের লাঠির আঘাতে মোস্তফা মিয়া (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। অভিযুক্ত ছেলে সাজ্জাদ মিয়া মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।

শনিবার (১ নভেম্বর) রাত দশটার দিকে উপজেলার মাঘান ইউনিয়নের ঘাটুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ ওই গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।

আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় রেস্টুরেন্টে ঢুকে এলোপাতাড়ি গুলি, আহত ৩ 
ভোলা সদর উপজেলা বিএনপির কমিটির কার্যক্রম স্থগিত 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোস্তফা মিয়ার ছেলে সাজ্জাদ মিয়া (২৫) মানসিক ভারসাম্যহীন। তিনি মানসিক ভারসাম্য হারিয়ে দীর্ঘদিন বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেন। শনিবার রাতে প্রতিদিনের মতো খাবার শেষে নিজ ঘরে শুয়ে পড়েন মোস্তফা। এসময় হঠাৎ ছেলে সাজ্জাদ ঘরে ঢুকে বাবাকে লাঠি দিয়ে আঘাত করেন। লাঠির আঘাতে ঘটনাস্থলেই মোস্তফা মারা যান।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ বলেন, ছেলের হাতে মোস্তফা নামের এক ব্যাক্তি খুন হয়েছেন। ছেলেটি মানসিক ভারসাম্যহীন বলে শুনেছি। এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এইচ এম কামাল/কেএসআর

Read Entire Article