মদ্রিচের কাছেও বিশ্বকাপই সবচেয়ে কঠিন টুর্নামেন্ট

3 months ago 48

ইউরো কাপ নাকি বিশ্বকাপ- কোন প্রতিযোগিতা বেশি কঠিন, সেটি নিয়ে বেশ কয়েকদিন ধরেই চলছে আলোচনা। যে আলোচনার সূত্রপাত করেন কিলিয়ান এমবাপে। তার কাছে ইউরো কাপ বিশ্বকাপের থেকেও বেশি কঠিন। তবে সম্প্রতি লিওনেল মেসি বিশ্বকাপকেই সেরা টুর্নামেন্ট বলেন। এবার মেসির পথে হাটলেন রিয়াল মাদ্রিদের ক্রোয়েশিয়ান তারকা লুকা মদ্রিচও।

এবারের আসরের ইউরোতে নিজেদের প্রথম ম্যাচে নামার আগে ‘ইএসপিএনএফ১২’কে দেওয়া এক সাক্ষাৎকারে মদ্রিচ বলেন, ‘আমি তুলনা করতে পছন্দ করি না। ইউরো কাপে ইউরোপের সেরা দলগুলোই খেলে। কিন্তু বিশ্বকাপে ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, চিলির মতো দল খেলে। তাছাড়া অন্যান্য মহাদেশেরও সেরা দলগুলো খেলে।’

সম্প্রতি পিএসজি থেকে রিয়ালে যোগ দিয়েছেন এমবাপে। ভবিষ্যৎ সতীর্থের বক্তব্যের প্রতি সমীহ জানিয়ে মদ্রিচ বলেন, ‘বিশ্বকাপ সবচেয়ে কঠিন টুর্নামেন্ট। কারণ, এখানে বিশ্বের অন্যান্য সেরা দলগুলো খেলে। আমি এমবাপের কথা বুঝতে পেরেছি। কিন্তু বিশ্বকাপই সবচেয়ে কঠিন।’

আরআর/এমএইচ/

Read Entire Article