মধুর ক্যান্টিনে পুনরায় পত্রিকা চালু

1 day ago 8

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জুলাইয়ের শেষদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বন্ধ হওয়া পত্রিকা পুনরায় চালু করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) জাতীয়তাবাদী ছাত্রদলের ১নং যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসানের উদ্যোগে পুনরায় পত্রিকা পড়ার সুযোগ দেওয়া হয়।

এছাড়াও মধুর ক্যান্টিনে নানান সময়ে মুঠোফোন চার্জিংয়ে ঝামেলা পোহাতে হয় শিক্ষার্থীদের, সেই বিষয়টি বিবেচনায় রেখে ক্যান্টিনে দুটি চার্জিং পয়েন্ট স্থাপন করা হয়েছে।

এ বিষয়ে মমিনুল ইসলাম জিসান বলেন, ছাত্র রাজনীতির মূল উদ্দেশ্য-লক্ষ্য হচ্ছে সেবা। ছাত্রদের মানসিক বিকাশ, মেধা বিকাশ, সৃজনশীলতার প্রমোশন দেওয়াই ছাত্রদলের রাজনৈতিক গোল। সেই লক্ষ্যেই এই ক্ষুদ্র উদ্যোগগুলো গ্রহণ করেছি।

তিনি বলেন, যদি একজন শিক্ষার্থীও এসব উদ্যোগের মাধ্যমে উপকৃত হন, সেটা হবে আমার জন্য পরম আনন্দের।

এমএইচএ/ইএ/জেআইএম

Read Entire Article