মধ্য ও দক্ষিণ-পশ্চিম ইরানে বিস্ফোরণের শব্দ: রিপোর্ট

2 months ago 4

মধ্য ও দক্ষিণ-পশ্চিম ইরানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের সংবাদমাধ্যম শার্ঘ-এর বরাতে আলজাজিরা জানিয়েছে, ইরানের মধ্যাঞ্চলীয় ইয়াজ্দ প্রদেশে একটি বিস্ফোরণ ঘটেছে। সেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। একই সঙ্গে তারা আরও জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বুশেহর প্রদেশেও বিস্ফোরণের জোরালো শব্দ শোনা গেছে।

ইরানে নতুন করে হামলার বিষয়ে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র আভিচায় আদরাই এক্সে লিখেছেন, ‘আমাদের যুদ্ধবিমানগুলো বর্তমানে দক্ষিণ-পশ্চিম ইরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে অভিযান চালাচ্ছে।’ 

ইরানি গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম ইরানের খুজেস্তান প্রদেশের আহভাজ এবং বন্দর-ই মাহশাহরে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এদিকে পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার ঘটনায় আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থাকে (আইএইএ) তদন্তের আহ্বান জানিয়েছে ইরান।

দেশটির এসএনএন নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, আইএইএর প্রধান রাফায়েল গ্রোসিকে চিঠি লিখেছেন ইরানের পারমাণবিক কর্মসূচির প্রধান মোহাম্মদ এসলামি। চিঠিতে তিনি মার্কিন হামলার তদন্তের দাবি জানিয়েছেন।

 

Read Entire Article