মধ্যপ্রাচ্যের এক দেশে সিরিজ হামলা ইসরায়েলের

2 hours ago 7

মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে সিরিজ হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির এ হামলায় লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহকে নিশানা করা হয়েছে। এ সময়ে অন্তত ৪টি শহরে হামলা চালানো হয়েছে। 

বৃহস্পতিবার (০৬ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে নতুন করে একের পর এক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এক বছরের পুরোনো যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে এই হামলা ইসরায়েল-লেবানন সীমান্তে উত্তেজনা আরও বাড়িয়েছে।

বৃহস্পতিবার সকালে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, তারা হিজবুল্লাহর বেশ কয়েকটি ‘সামরিক ঘাঁটি’ ও স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। সেনাবাহিনীর দাবি, হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহর ‘নির্মাণ ইউনিটের সদস্যরা’ এবং ‘ইসরায়েলের ভূখণ্ডে যে কোনো হুমকি দূর করতে’ তাদের অভিযান অব্যাহত থাকবে।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, হামলা হয়েছে টাইর জেলার তুরা ও আব্বাসিয়েহ শহরের কাছাকাছি এলাকায়, পাশাপাশি দক্ষিণাঞ্চলীয় তাইবে এলাকাতেও হামলা চালানো হয়েছে। সংস্থাটি জানায়, এসব হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে একটি ইসরায়েলি যুদ্ধবিমানকে বৈরুতের দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে নিচু উচ্চতায় উড়তে দেখা গেছে।

হামলার পরপরই হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায়, তারা ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক আলোচনা করতে রাজি নয়, কারণ এমন আলোচনায় ‘জাতীয় স্বার্থের ক্ষতি হবে।’ 

বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও মিসর লেবাননকে ইসরায়েলের সঙ্গে সরাসরি সংলাপে যেতে চাপ দিচ্ছিল। তবে আল জাজিরা জানিয়েছে, তারা এই দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়, আমরা আমাদের বৈধ আত্মরক্ষার অধিকার পুনর্ব্যক্ত করছি। এমন এক শত্রুর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে, যে আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দিচ্ছে এবং হামলা বন্ধ করছে না।

সংগঠনটির অভিযোগ, ইসরায়েল নভেম্বর ২০২৪ সালে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেই এসব বিমান হামলা চালাচ্ছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকেই লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে সীমান্ত এলাকায় হামলা শুরু করে। এরপর ২০২৪ সালের মাঝামাঝি সময়ে ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধ অভিযান শুরু করে, যা লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক সংঘর্ষের জন্ম দেয়। কয়েক মাসের রক্তক্ষয়ী লড়াই ও আন্তর্জাতিক চাপের পর অবশেষে ২০২৪ সালের শেষ দিকে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়।

بالفيديو: استهداف المبنى المهدد في طيردبا pic.twitter.com/uaGx35aWjt

— هنا لبنان (@thisislebnews) November 6, 2025
Read Entire Article