মধ্যরাতে গাজীপুরে ঝুটের গুদামে আগুন

4 months ago 47

গাজীপুর মহানগরের কোনাবাড়ি এলাকায় একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২২ জুন) রাত ২টা ৩০ মিনিটের দিকে লাগা আগুন প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ভোর ৪টার দিকে নিয়ন্ত্রণে আসে।

গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার রাত ২টার কিছু সময় পর গাজীপুর সিটি করপোরেশনের ১০নং ওয়ার্ডের কোনাবাড়ীর আমবাগ এলাকায় একটি ঝুটের গুদামে আগুন লাগে। ২টা ২০মিনিটের দিকে খবর পেয়ে প্রথমে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। আগুনের পরিধি বাড়তে থাকায় পরবর্তীতে সারাবো মডার্ন ফায়ার স্টেশনের দুইটি ও গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের দুইটিসহ ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।

গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. রুহুল আমিন মোল্লা জানান, মধ্যরাতে লাগা আগুন ভোর ৪টার দিকে নিয়ন্ত্রণে আসে।

গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

আমিনুল ইসলাম/এফএ/এমএস

Read Entire Article