মধ্যরাতে জরুরি সংবাদ সম্মেলনে আসছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

3 hours ago 8

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দিনগত রাত ২টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান এ তথ্য জানান।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা রাজধানীর বারিধারায় রাত ২টা ৩০ মিনিট থেকে ৩টার মধ্যে জরুরি ব্রিফিং করবেন।

সম্প্রতি দেশে চুরি, ছিনতাই, ডাকাতি ও হত্যার মতো ঘটনায় সমালোচনা করছেন অনেকেই। এছাড়া ছিনতাই-গোলাগুলির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন অনেকেই।

গত ৮ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী শুরু হয় ‘অপারেশন ডেভিল হান্ট’। ডেভিল হান্টে প্রতিদিনই বিভিন্ন অপরাধীকে আইনের আওতায় আনতে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। তবুও এসব অপরাধ কমছে না।

টিটি/কেএসআর

Read Entire Article