মধ্যরাতে ঝরল ২ প্রাণ

বরিশালে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) রাত ১২টার দিকে বরিশাল-ঝালকাঠি সড়কের রূপাতলী উকিলবাড়ি সড়কের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রূপাতলী এলাকার বাসিন্দা জুয়েল (২৮) ও নবগ্রাম রোডের রুইয়ার পোল এলাকার বাসিন্দা রাসেল (২৫)। তারা দুজনে রূপাতলীতে এসিআই এনিমেল হেলথ স্টোরে হেলপার পদে কর্মরত ছিলেন। বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন উল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী নিহতদের সহকর্মী জিহাদ জানান, রাতে অফিসে ডিউটি শেষ করে জুয়েল ও রাসেল নাশতা করতে মোটরসাইকেলে রূপাতলী বাস টার্মিনালের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে উকিলবাড়ি সড়কের সামনে ঝালকাঠিগামী বেপরোয়া গতির একটি মালবাহী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়।  এতে ঘটনাস্থলেই রাসেল প্রাণ হারান। এ ছাড়া জুয়েলকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, খ

মধ্যরাতে ঝরল ২ প্রাণ
বরিশালে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) রাত ১২টার দিকে বরিশাল-ঝালকাঠি সড়কের রূপাতলী উকিলবাড়ি সড়কের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রূপাতলী এলাকার বাসিন্দা জুয়েল (২৮) ও নবগ্রাম রোডের রুইয়ার পোল এলাকার বাসিন্দা রাসেল (২৫)। তারা দুজনে রূপাতলীতে এসিআই এনিমেল হেলথ স্টোরে হেলপার পদে কর্মরত ছিলেন। বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন উল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী নিহতদের সহকর্মী জিহাদ জানান, রাতে অফিসে ডিউটি শেষ করে জুয়েল ও রাসেল নাশতা করতে মোটরসাইকেলে রূপাতলী বাস টার্মিনালের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে উকিলবাড়ি সড়কের সামনে ঝালকাঠিগামী বেপরোয়া গতির একটি মালবাহী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়।  এতে ঘটনাস্থলেই রাসেল প্রাণ হারান। এ ছাড়া জুয়েলকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে ঘটনার পরপরই ট্রাক রেখে চালক ও হেলপার পালিয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow