মধ্যরাতে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প

1 hour ago 4

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ১।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দিনগত মধ্যরাত ১২টা ৪৩ মিনিটে ২৫ সেকেন্ড এ ভূমিকম্প অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৪৮ কিলোমিটার দক্ষিণে শরীয়তপুরের জাজিরায়।

ভলকানো ডিসকভারির ওয়েবসাইটে জানানো হয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৪১ কিলোমিটার দক্ষিণে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও বরিশাল বিভাগ এবং শরীয়তপুর ও আশপাশের কয়েকটি জেলায় এ ভূকম্পন অনুভূত হয়েছে।

দেশের বিভিন্ন অঞ্চলে বসবাসকারীদের অনেকে ভূকম্পন অনুভূত হওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন।

এমকেআর/এমএস

Read Entire Article