মধ্যরাতে স্বৈরাচার শেখ হাসিনার নামফলক ভেঙে দিল ববির শিক্ষার্থীরা

3 hours ago 6
মধ্যরাতে স্বৈরাচার শেখ হাসিনার নামফলক ভেঙে দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। বুধবার (০৫ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে একদল শিক্ষার্থী স্বৈরাচারের দোসরের নামফলক মুছে ফেলার জন্য জড়ো হয়।  রাত আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেইটের (লাইব্রেরি গেট) সামনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর সম্বলিত শেখ হাসিনার নামফলক হাতুড়ি দিয়ে ভেঙে ফেলা হয়। এ সময় স্বৈরাচারের গদিতে আগুন জ্বালাও একসঙ্গে ও স্বৈরাচারের কোনো চিহ্ন ববি ক্যাম্পাসে জায়গা হবে না বলে জানান তারা। মার্কেটিং বিভাগের শিক্ষার্থী এম ডি সিহাব জানান, ফ্যাসিস্ট শেখ হাসিনা ছাত্রলীগের ব্যানারে ছাত্রসমাজের উদ্দেশ্যে ভাষণ দিয়ে দুঃসাহস দেখিয়েছে। হাসিনা আমাদের প্রায় দুই হাজার ভাই-বোন'দের গুলি করে হত্যা করে দেশ থেকে পালিয়েছে। একইসঙ্গে দেশের শিক্ষা ব্যবস্থাসহ সবকিছু ধ্বংস করে ফেলেছে। সেই খুনি হাসিনা কীভাবে কর্মসূচি ঘোষণা করেন। আমরা এদেশে খুনি ও ফ্যাসিস্টের কোনো অস্তিত্ব রাখব না। আমরা তার বিচার চাই। নামফলক ভাঙার অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, আমরা ৫ আগস্টের পরে ফ্যাসিস্ট শেখ হাসিনার নামফলক  ও হলের নাম সরিয়ে ফেলার জন্য উপাচার্যকে লিখিতভাবে জানিয়েছিলাম। কিন্তু তিনি কোনো পদক্ষেপ নেননি৷ যখন ফ্যাসিস্ট শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করছে তার পরিপ্রেক্ষিতে আজ আমরা ক্যাম্পাসের সামনে থেকে ফ্যাসিস্ট হাসিনার নামফলক সরিয়ে ফেলেছি৷ এ ক্যাম্পাসে ফ্যাসিস্ট হাসিনার কোনো চিহ্ন রাখা হবে না। তারা জানান, সারাদেশে ছাত্র-জনতা আবারও জেগে উঠেছে। কোনো স্বৈরাচারকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। জুলাই আন্দোলনে আহত-নিহতদের রক্তের দাগ এখনো শুকাইনি। স্বৈরাচারদের বিচার না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।
Read Entire Article