মধ্যরাতেও টিএসসিতে অবস্থান ছাত্রলীগের

3 months ago 35

কোটা আন্দোলনকারীদের সঙ্গে দিনভর দফায় দফায় সংঘর্ষের পর মাঝরাতেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি চত্বরে অবস্থান নিয়েছেন ছাত্রলীগ নেতাকর্মীরা।

সোমবার (১৫ জুলাই) দিনগত রাত সাড়ে ১২টায় টিএসসি ও রাজু ভাস্কর্য এলাকায় সরেজমিনে দেখা যায়, ছাত্রলীগের কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর ও আশপাশের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা সেখানে অবস্থান করছেন৷

আরও পড়ুন

এর আগে মহান স্বাধীনতাকে কটাক্ষ, রাজাকারের সাফাই এবং সাধারণ শিক্ষার্থী ও নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার (১৬ জুলাই) বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। ওইদিন দুপুর দেড়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

jagonews24

ছাত্রলীগের এ কর্মসূচি ঘোষণার আগেই সোমবার সন্ধ্যায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ এবং প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও এক দফা দাবিতে মঙ্গলবার বিকেল ৩টায় দেশের সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আরও পড়ুন

চলমান কোটা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রত্যাহার এবং সরকারি চাকরিতে কোটা বাতিলের এক দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের চলমান কর্মসূচিতে ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত চলে সংঘর্ষ৷ পরে পুলিশ পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে৷

রাতে সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সড়ক ছাড়লেও টিএসসি ও রাজু ভাস্কর্য এলাকায় শক্ত অবস্থান নেয় ছাত্রলীগ৷

আরও পড়ুন

এনএস/এমকেআর

Read Entire Article