মধ্যাহ্নবিরতির আগে বাংলাদেশের প্রাপ্তি ০, পাকিস্তানের ৯৮ রান

1 month ago 18

রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনে মধ্যাহ্নবিরতি পর্যন্ত কোনো উইকেট শিকার করতে পারেনি বাংলাদেশ। অন্যদিকে বিরতিতে যাওয়ার আগে ২৯ ওভার ব্যাট করে কোনো উইকেট না হারিয়ে ৯৮ রান যোগ করেছে পাকিস্তান। এতে পাকিস্তানের মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৪ উইকেটে ২৫৬ রান।

সৌদি শাকিল ও মোহাম্মদ রিজওর্য়ানের ব্যাটে দ্বিতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান। আগের দিনই ফিফটি করেছিলেন সৌদ শাকিল। আজ রিজওয়ানকে নিয়ে পাকিস্তানের ভিত মজবুত করে দেন তিনি। রিজওয়ানও হাঁকান ফিফটি। এবার দুই জনই হাঁটছেন সেঞ্চুরির দিকে। সৌদ শাকিল ৮৬ আর রিজওয়ান ৮৯ রান নিয়ে বিরতিতে গেছেন।

এর আগে প্রথম দিনে ৪ উইকেটে ১৫৮ রান করে পাকিস্তান। ফিফটি করে আউট হয়েছেন সাইম আইয়ুব (৫৬)।

ভেজা পিচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পিচের সুবিধা কাজে লাগিয়ে দুর্দান্ত শুরু করেন বাংলাদেশের পেসাররা। ১৬ রানের মধ্যে তারা তুলে নেন ৩টি উইকেট। যদিও পরে এই চাপ ধরে রাখা যায়নি।

ইনিংসের চতুর্থ ওভারেই আঘাত হানেন টাইগার পেসার হাসান মাহমুদ। মাত্র ২ রান করে গালিতে জাকির হাসানের দুর্দান্ত এক ক্যাচ হন আবদুল্লাহ শফিক। ৩ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান।

এরপর জোড়া শিকার করেন আরেক পেসার শরিফুল ইসলাম। পাকিস্তান অধিনায়ককে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানিয়েছেন তিনি। ১১ বলে ৬ রান করতেই প্যাভিলিয়নের পথ ধরেন শান মাসুদ।

ইনিংসের অষ্টম ওভারে ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে বাবর আজমকে সাজঘরের পথ দেখান শরিফুল। ২ বল খেললেও কোনো রান করতে পারেননি পাকিস্তানের সেরা ব্যাটার। উইকেটরক্ষক লিটনের হাতে ধরা পড়েন তিনি।

এমএইচ/জিকেএস

Read Entire Article