জাগো নিউজে সংবাদ প্রচারের পর নড়েচড়ে বসেছে ভোলার কৃষি বিভাগ। মনপুরা উপজেলা কৃষি কর্মকর্তা আহসান তাওহীদের বিরুদ্ধে অনিয়ম তদন্তে কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কর্মদিবস তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
রোববার (৫ জানুয়ারি) বিকেলে এ কমিটি গঠন করে ভোলার কৃষি বিভাগ। এর আগে ৩০ ডিসেম্বর ‘মনপুরায় কৃষি বিভাগের অবহেলায় বিপাকে সরিষা চাষিরা’ শিরোনামে সংবাদ প্রকাশ করে জাগো নিউজ।
জাগো নিউজের সংবাদে বলা হয়, মনপুরায় সময়মতো সরিষার বীজ বিতরণ করেনি কৃষি বিভাগ। ফলে এ বছর সরিষার চাষ করে বড় ধরনের লোকসানের মুখে পড়বেন চাষিরা। এছাড়া প্রকৃত কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ বিতরণ না করার অভিযোগও রয়েছে চাষিদের।
কৃষকদের অভিযোগ, প্রণোদনার তালিকায় এমন অনেকের নাম রয়েছে, যারা প্রণোদনা পাওয়ার যোগ্য নয়। আর যারা প্রণোদনা পাওয়ার যোগ্য তাদের বেশিরভাগের নাম নেই।
কমিটি গঠনের বিষয়টি বিশ্চিত করেছেন জেলা কৃষি কর্মকর্তা হাসান ওয়ারিসুল কবীর।
তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি রয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার ড. শামীম আহমেদ, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) আলী আজিম শরীফ ও অতিরিক্ত উপ পরিচালক (পিপি) এ এফ এম শাহাবুদ্দিন।
তদন্তে অভিযোগগুলো প্রমাণিত হলে ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কৃষি কর্মকর্তা হাসান ওয়ারিসুল কবীর।
জুয়েল সাহা বিকাশ/এসআর/জিকেএস