কুমিল্লার শহীদ ধীরন্দ্রনাথ স্টেডিয়ামের মাঠ নিয়ে শুরু থেকেই সমস্যা। ফেডারেশন কাপের আগের দিনও ক্রিকেট পিচ তুলে কোনও রকমে ফুটবল মাঠ বানানো হয়েছে। তার পরে মাঠটি ফুটবল উপযোগী করা যায়নি। এরই মধ্যে বসুন্ধরা কিংস ও ব্রাদার্স ইউনিয়ন খেলেছে। সাবধানি ফুটবল খেললেও কিংসের ফরোয়ার্ড রাকিব হোসেন অল্পের জন্য বড়রকমের চোট থেকে বেঁচে গেছেন।
মাঠ এমনিতে বেশ শক্ত। অনেকটা ধানক্ষেতের মতো। মাঝে আবার ক্রিকেট পিচের কারণে... বিস্তারিত